মরা মরা থেকে রামনাম(21-09-2018)
রণজিৎ মাইতি
--------------------
স্বপ্নের আবেশে পুড়ি--বাস্তব মাটির কলস।
বড়ই ঠুনকো ঘড়া,স্বরূপে তাসের ঘর  
জলে বিষ,আর্সেনিক।শ্বাসকষ্ট গ্রিনহাউস গ্যাসের প্রভাবে।তবু সংসার বিচিত্র ভূমি--চারণের এই মাটি অমর অক্ষয়।সবে মুখে যার খই ফোটে তারও মুখে স্লোগান জীবন জীবন--মাঠার ইতিহাসে যেমন মন্থন,সেভাবেই অবিরত ধাত্রীভূমি কর্ষণ করি,আকাঙ্ক্ষায় বিশুদ্ধ জল আর ফসলের ঘ্রাণ


কতো ঘাম,কতো নুন ঝরিয়ে ঝরিয়ে
কতো কাঠ খড় পুড়িয়ে পুড়িয়ে---ঘরে আসে সোনার ফসল।মরা মরা থেকে রামনাম
মননে স্বপ্ন আঁকা,বোধিমূলে ইক্ষুরস জারণের ফল--আদিকবি বাল্মীকিই ওরফে রত্নাকর !!