মাস্ক (09-06-2020)
রণজিৎ মাইতি
-------------
আমরা যতো কথা বলি,কাজ ঠিক ততোটা করিনা;
যতো কাজ করি,কথা তার শতগুন বলি!


না,সমগ্র চিত্রনাট্যের কুশীলব তুমি একা নও;
কাক যতোটা কা কা করে,করে কি ততোটা জঞ্জাল সাফাই !
এই যে ঝাড়ু হাতে রাজপথে ক্লাইম্যাক্স যার পুরোটাই নাট্যের খাতিরে
সুতরাং দোষারোপের আগে অন্তরে হাত দেওয়ার প্রকৃষ্ট সময় এটাই


আপাতত মাস্ক পরো,'সাট ইওর মাউথ'
হাঁ,করোনাই শিখিয়ে দিয়েছে,--- যারা বেশি বেশি কথা বলে আজ তাদের জন্যে মাস্ক ভীষণ জরুরী


যেকোনো মৌলিক কাজে কোলাহল যতো প্রয়োজন নির্জনতা তার চেয়েও প্রয়োজন বেশি
যেখানে নৈসর্গিক ঢেউ আর তলদেশে উর্বর উপসাগর বহমান ।