মাটি ও পদ্ম পলাশ (07-11-2018)
রণজিৎ মাইতি
---------------------
মাঝে মাঝে পিছন ফিরে তাকাই
মাটি টানে,জন্ম মাটি বড়ো প্রিয়
সেই ধুলো-ঘাস,নরম কোমল
আমার উদাসী বুকে মৃদঙ্গ বাজায় !
চেনা সুর,পরিচিত বৃত্তকথা সজাগ আজও


সে হৃদয়ে কখনও কি কেউ পেটায় হাতুড়ি?


একা একা কেবলই শুনি চাপা দীর্ঘশ্বাস
অস্ফুটে বারবার বিড়বিড় করি
মাটি আত্মা,মাটি দেহ,মাটিময় স্মৃতি
কখনও নীরবে কাঁদি,নিভৃতে ঝরে অঝোরে
কখনও দু-এক ফোঁটা সরব,বাঙ্ময়

সামনে অজানা পথ,আঁকাবাঁকা
হাতছানি দেয়,সোহাগ সোহাগ
সে টানও অমোঘ টান,জীবন জীবন
বিস্তীর্ণ পথ রুক্ষ,রূঢ়।বিপদসঙ্কুল


স্বতঃই চোখ ফেরাতেই হয়
পেছনে ফুটে থাকা স্মৃতিময় পদ্ম পলাশে