মাটি (13-07-2018)
রণজিৎ মাইতি
--------------------
আমি কি ফিনিক্স পাখি ?
ডোডো বা কোকিলও নই
শেকড় জানে মাটি কতোটা সোহাগি
কতোটা গভীরে আছে জল
তাই বারবার ফিরে ফিরে আসতেই হয়


জীবিকা কি মানুষকে ধরে রাখতে পারে ?
যেতে হয় দূর দেশে জঠর জ্বালায়
আমিও হাজারো মানুষের মতো পা রাখি বন্ধুর পথে
এদিকে মায়ের পাঁজরের হাড় ভেঙে যায়
বুকে ব্যথা নিয়ে বলে---
এখন কেউ রইলো না আর মাথার উপরে
তোর বাবা নেই,তুই ছিলি মাথার উপর


আমি পেছন ফিরে বলি,---
মা,একাত্তর সংখ্যাটি কি এতোই ক্ষুদ্র !
বলো,এই মাটি আর কবে স্বাবলম্বী হবে?