মায়াময় আলো(14-12-2018)
রণজিৎ মাইতি
--------------------
যেভাবে ভাতের হাঁড়ি ফোটে টগবগ
সুন্দরের কাছে এসে আমিও সেভাবেই ফুটি ভেতরে ভেতরে
মনময়ূর আজ মাতোয়ারা ফুলের সুগন্ধে
এই হৃদয়মালঞ্চই কি নন্দনকানন ?


এবার কালের চাকা গড়িয়ে গড়িয়ে যায় কালের নিয়মে
ভেসে যাই কাল স্রোতে;বড়ো ভালো লাগে  
সঁপে দিই আগামীর হাতে;আহা বড়ো মায়াময় আলো!
আলোকিত করে হৃদয় মগজ;এড়াতে পারিনা
কখন যে জলে-দুধে এক হয়ে গেছে
পারিনি করতে তফাত তোমাতে আমাতে
দুই হাত একাকার,পা-ও অভিন্ন
কিছু গল্প চোখে লেখা;কিছু কিছু গোলাপী অধরে
হৃদয়ে মল্লার রাগ;শুনি মগজে বাহার
কেউ বলে ক্যায়াবাত ! কর্তব কর্তব  


হে কৃষ্ণ,হে উত্তম পুরুষ
তুমিও তো পূজো করো অর্ধনারীশ্বরে !