মিলনের গান (30-06-2019)
রণজিৎ মাইতি
-------------
আমরা মিলিত হবো বহমান শাশ্বত নদীটির মতো
মোহনা-ই বৃন্দাবন,অভিসার ক্ষেত্র পুণ্যভূমি
কোজাগরী রাতে কিংবা শুভক্ষণ দেখে


কত কিছু বদলায়
স্বভাব-চরিত্র,রূপ রস রঙ
জরা এসে ছোঁ দেয় গুপ্ত বালুচরে
তবু ডানা কাটা জটায়ুরও অসহায় মুখে শুনি মিলনের গান!
হে আবহমান,তবে বৃথা কেন রচ তুমি বিরহের বীজ?
গভীর বেদনায়ও কেন বাজে করুন মৃদঙ্গ ?
যদিও মিলন মধুর ও শাশ্বত জেনে হৃদ মন্দুরায়
আজও প্রত্যাশার পারদ চড়ে চড় চড় চড়