মিথ্যা ও শিল্প(29-09-2019)
রণজিৎ মাইতি
--------------------
হাঁ মিথ্যা মিথ্যাই
অবশ্য 'শংকর' ঘুরিয়ে দেখালেন নাক
মানুষও ভালোবেসে ফেললো 'মায়া' নামক মিথ্যা !


সাদা মুখে আমারাও বলছি ম্যাজিক
অথচ হাততালি দিতেও কি ভুলছি ?
রুমাল চোখের সামনে হয়ে যাচ্ছে বেড়াল
কিংবা মায়া প্রপঞ্চে শিল্পের হাত ধরে সৃষ্টি হল মহামায়া  
দশ দশটা হাত
আশ্চর্য,মিথ্যা বলে কেউ তো জারি করেছে না কার্ফু!


বরং পূজোর নামে উৎসব এখন সার্বজনীন
নেশার ঘোরে ভুলেই যাচ্ছি ক্ষুধা তৃষ্ণা বাহ্যের কথা
যদিও ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত শিশুও জানে ক্ষুধার কোনও রঙ নেই,মিথ্যে নেই
তবে কি মিথ্যেকে সত্য বলে চালিয়ে দেওয়ার নামই শিল্প?