মোমের শরীর   (13-01-2019)
রণজিৎ মাইতি
-------------
ফুলের ছবি আঁকতে গিয়ে
মূল ধরে দিই টান
ফুলও গেলো মূলও গেলো
রইলো না ভাই জান


এখন শুভঙ্করী নিয়ে বসি
যদি হিসাব মেলে
ভুলগুলো যে ভুলই থাকে
সব চেষ্টাই জলে


তবুও আশায় আশায় থাকি
প্রাণপাখি ঠিক উঠবে ডাকি
দিনের শেষে হতাশ মনেই
ফিরি কান্না চেপে বাড়ি


আজ গণতন্ত্রও এমনি তর
ফুলের মতো স্বপ্নে বিভোল
ছুঁতে গিয়েই বুঝছি অলীক
মোমের মতোই গলে জল !!!


কবিতাটি আসর বরেণ্য কবি শ ম শহীদের কবিতার মন্তব্যে লেখা । তাই উনাকেই উৎসর্গ করলাম