মরসুমি পাখি(25-08-2019)
রণজিৎ মাইতি
--------------------
গরমের মরসুম মানেই আম জাম লিচু
বর্ষায় আতা আনারস
শীত আর কমলালেবুর রসায়ন তো সবারই জানা
ঠিক প্রেমিক-প্রেমিকার মতো অম্লমধুর
তেমনই ভোট মরসুম মানেই প্রতিশ্রুতির ফুলঝুরি


অথচ বসন্ত বিদায় নিলেই অদৃশ্য হয়ে যায় মরসুমি পাখি
কোকিল বলো অথবা শীতের পরিযায়ী  
সেভাবেই ভোটপাখি


অবশ্য মানুষ প্রশ্ন ভোলে না
কেন স্বাধীনতার এতো বছর পরেও--- ?
যদিও জবাবের চেয়ে জবাবদিহিতেই ভোটপাখি আজও স্বচ্ছন্দ !