মৃত্যুর কাছে এলে (14-07-2017)
রণজিৎ মাইতি


যখনই মৃত্যুর কাছে আসি,--
ফিরে যাই সুন্দরের কাছে।


সাগরের কাছে যাই,ঢেউ গুনি
ঢেউয়ের কাছে পাই জীবনের মানে ।


পাহাড়ের কাছে যাই,দেখি ভাবগম্ভীর
শিখি কঠিন বিপদেও কঠোর,অটল ।


জঙ্গলের কাছেও যাই,দেখি নিবিড় বনানী
শ্বাস নিই প্রাণ ভরে,শুনি পাখিদের গান ।


ঝরণার কাছে যাই,অবিরাম ঝরে জল
বুঝি জীবন কিভাবে বয় নদী ও সাগরে ।


মৃত্যুর কাছে এলে, চাঁদ দেখি,তারা গুনি
প্রিয় মুখ ভেসে ওঠে চোখে ।