মৃত্যুর কথা বলি(17-02-2018)
রণজিৎ মাইতি
- -------------------
মৃত্যুর কথা বলি,এসো----
শুনি শ্বাস ও দীর্ঘশ্বাস,আমারই বুকের ভেতর আজও নেয় আমাদের পূর্বপুরুষ।
আসলে মৃত্যুর কাছেপিঠে কুলকুল বয়ে চলে খরবেগে নদী।


জানি ছড়িয়ে ছড়িয়ে যাবে বীজ,আগামীতে
এই আশাবাদ বুকে,চাষ করি কলমির লতা,তমালক
লতায় পাতায় এই বিন্যাস,
অনাগত বিস্তৃত,অনাদি অনন্তে


এসো মৃত্যুর কথা বলি,মুখোমুখি
জানি নিশ্চিত জড়ের জীবন,তাই---
লিখে যাই কিছু কথা জড়ত্বের আগেই
অমৃতের স্বাদ যেদিন পেয়েছি,লেগে আছে মুখে ও মননে, অপার বিস্ময় আর মুগ্ধতা নিয়ে
জল কি তরল ? এর আকার কিরূপ ? আর রঙ ?


ঢলোমলো টলোমলো জীবন যেমন---
জল,জলমগ্ন নদীরও হৃদয়ে আছে ভালোবাসা,গভীরে গভীর ভালোবাসা ঠিক ফল্গু যেমন
আসলে মৃত্যুর কাছে এলে কুলকুল বয়ে চলে খরবেগে নদী