মুদ্রাদোষ (26-02-2018)
রণজিৎ মাইতি
- -------------------
আসলে মুদ্রাদোষে বেড়ে যায় ভাবনার বিস্তার,
সুদূর প্রসারী পথ
দীর্ঘ হতে হতে অসীমের দিকে তার হাত ।


যতোই দূরত্ব বাড়ে আর সময়ের ব্যবধান
আঁকিবুকি কাটি,
পাটীগণিতেই পাতা ভরে যায়।
জানি,বাদবাকি রৈখিক সরণ।
কোথাও কি শেষ হয় পথ ?


অনুরণনের ভাষাও বিকৃত হয়
জলের উপর রাখা হাত খেলে যায় সামগ্রিক ঢেউয়ে
বলাকা উড়ে যায় ঠোঁটে মাছ নিয়ে আর মাছরাঙা


লাগামে বৈধতা নেই
বলো,সেখানে অবৈধ কি করে বলি ?
ফাঁদ পাতা আছে চারপাশে,উর্ণনাভ যেমন---

যদিও---
একমাত্র হাত বোঝে হাতের সংরাগ ।