মুখ ও মুখোশ (06-05-2018)
রণজিৎ মাইতি
--------------------
চোখে জল নেই মানে এই নয়
দিঘি শুকিয়ে গেছে,
হাসি হাসি মুখ মানে এই নয়
তারারা সুখে আছে।


তখনই ভেতর ও বাহির নিয়ে প্রশ্ন উঠে যায়
কোনটা আসল আর কোনটা নকল
মানুষ কি বহুরূপী?


মুখোশের আড়ালে থাকে আর একটা মুখ,
খেলা করে রামধনু রঙ।
আকাশও হার মানে বর্ণ বৈচিত্র্যে !


ডুব দিই ণত্ব ও ষত্ব-র গভীরে
তবু সহজে কি চেনা যায় হৃদয় আকাশ ?