মুখোমুখি বসি  (16-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
এমনিতেই আজকাল কম কথা বলি
ইচ্ছে হলে ড্রেসিংরুমে আরশির মুখোমুখি বসি
আয়নার ভেতর থেকে শত সহস্র মুখ ক্রমাগত প্রশ্ন করে যায়
কি,কেন,কোথায় প্রশ্নে বিভ্রান্তি ছড়ায়
কপালে ঠেকাই হাত,তারপর বুকে ও মুখে
এক পথে বুক হাঁটে অন্য পথে মুখ হেঁটে যায়


সত্যের সংজ্ঞা খুঁজি কবিতার কাছে
তন্নতন্ন করে খুঁজি,তারপর---
ঢাকি মুখ,যেভাবে রুমালে ঢাকি মুখ
কথার ভেতর থেকে কথারা বেরিয়ে এসে সে কথারা প্রশ্ন করে যায়  
শুনি গাছের মর্মর ধ্বনি,বৃষ্টির রিমঝিম রিমঝিম অবাক আবহে
সে শব্দের ভেতর থেকে কেউ যেন কথা বলে যায়