নন্দনকানন (20-08-2018)
রণজিৎ মাইতি
--------------------
এতো রাতে কে বাজায় মোহন বাঁশি চোখের আড়ালে ?
রূপভেদে কতো শব্দ,মোহনীয় কথা
কৃষ্ণের দেখানো পথে সুর তোলে !
সাধকের হাতে একতারা
এ কোন বাউল ?


অস্থি নয়,মাংস নয়
রক্তের গভীরে ঢেউ,চির চেনা---
                                      অমোঘ শাশ্বত  
আন্দোলিত করে অনু-পরমাণু  


তুমি চেনো আদিভূমি  
পান্থপাদপের কান্না,রতিকান্তা মরু
পদ্মপাতার উপর টলোমলো জল


তবুও রুধিরধারা ধমনীর পথ ধরে---
মগজের রন্ধ্রে রন্ধ্রে অবিরাম দোলা দিয়ে যায়


স্নায়ুতন্তু সুর প্রিয়,হে সুরেস্বর
এখানেও গড়েছো শাদ্বল,নন্দনকানন ?