নতুন ও পুরাতন (31-12-2017)
রণজিৎ মাইতি
--------------------
আজ জীর্ণ রুমাল ছুঁড়েই ফেলছি ডাস্টবিনে,
শিকনি মুছতে মুছতে ও মুখের ঘামে হয়েছে মলিন।
এখন মাথায় আসছে নতুন হালখাতার ভাবনা
আগত ও বিগত-র তুল্যমূল্য বিচারের ক্ষণ


আগামীতে যেটা ব্যবহার হবে---
আজই আলমারি থেকে বের করি ।
গায়ে লেগে আছে নতুনের গন্ধ ।
মনে কাজ করছে চমৎকার ভালোলাগা ।
তখন মাথায় আসেনা এও একদিন পুরনো হবে ।


যদিও মাঝের দিনগুলো-----
স্বাভাবিক ভাবে আসে ইতিহাসের পাতায়,
একি ইতিহাসের দাবী না বাধ্যবাধকতা ?
যেটুকু হ য ব র ল ---
সে সবের স্মৃতিচারণেও চোখে জল নামে।
এও এক ধরণের  সুখানুভূতি ।
বিলাসী জীবনে এসবের দরকার আছে বৈকি !
তাই আগামীর হাতছানি বিদায়ের ক্ষণকেও শুভেচ্ছা জানায়।