নির্জন অহল্যা রাত(23-09-2018)
রণজিৎ মাইতি
---------------------
নির্জন অহল্যা রাত আমাদের সংযোগ সেতু
এপার ওপার আজ একাকার
ভেতরে রক্তজবা,বাইরে গোলাপ
রজনীগন্ধাও কি কখনও ফোটে নি ?
ব্রহ্মার নাভিপদ্মে যেভাবে জন্ম নেয় কমলেকামিনী
পদ্মাসনা রমা,পরমালক্ষ্মী
সেভাবেই শেকড় ছড়িয়ে পড়ে গভীর গভীরে


ভাবনার অবকাশে ঢুকে পড়ে অভ্যন্তরে কালীয়নাগ
বেহুলার বাসরে নামে চেনা কালরাত
এই চিত্ত বিত্তবান,প্রবৃত্তিতে সুকুমার
তবু ভয় কামড়ের,কালিদহে কাকচক্ষু জলে দেখা যায়


কাকতালীয় মনে হয়,আসে ফিরে সাথে সাথে কালীয়দমন
'কালা' হোক,কানু বলি আসলে মুরলি
কালীয় দমন কালে পাঞ্চজন্যে ফুঁ দিয়ে যায়
এক নয়,দুই নয়,তিন তিন বার