নেশার গভীরে (11-09-2018)
রণজিৎ মাইতি
--------------------
তুমি নিকোটিনের সাথে মৃত্যুর সম্পর্ক বোঝাচ্ছিলে
আমি শব্দের সাথে সত্যের
বাগ্‌দেবীই একমাত্র,জানে----
এই নেশাও কতোটা গভীর
মাটিতে রোপিত বীজ স্বপ্নের আকর
সাদা পাতা ভরে যায় শৈল্পিক আঁচড়ে


ইতস্তত করিনা আর,কোনও দোলাচল ?
নেই,নিঃসংশয়ে ভ্রমণ করি সুবিস্তৃত হৃদয় সাগরে  
লাভালাভের প্রসঙ্গে নয়, ফিরে দেখা ইতিহাস ঘেঁটে
কতো রত্ন,মণি-মুক্তো ছড়িয়ে ছিটিয়ে আছে দরাজ অর্ণবে
সংখ্যাতত্ত্বের হিসেবে কি গরমিল আছে ?
নেশার সাগরে ভাসে মাটির পৃথিবী,দেখে----
বেসামাল মন,টলোমলো পা
শুধু মুখের রেখায় ফোটে অনাবিল হাসি


অবাক হই না আর
নিক্তিতে পরিমাপের অভ্যাসও নেই
বরং শান্ত মনে ঘুরে আসি নেশার বৃত্তে
মানুষের একক প্রচেষ্টায় কতো শৃঙ্গ হাতের মুঠোয়