নদী ও জল (28-07-2018)
রণজিৎ মাইতি
---------------------
মাঝে মাঝে নদী ও জল এক ভেবে ফেলি
নদীর নাব্যতা আছে জলের প্রবাহ
সময়ের খরস্রোতে বর্ষাতে গর্ভীনি হয় নিদাঘে বৃদ্ধ
জলের কি জরা আছে ?
যদিও চরমতাতে কর্পূরের মতো উবে যায়


দিন শেষে----
উৎকর্ষের ইতিহাস লিখে যায় অবিরাম      
                                       সবুজ সবুজ