নদী ও ফেরিঘাট(27-07-2019)
রণজিৎ মাইতি
--------------------
তোমাকে নদী ভেবে মাঝে মাঝে ডুব মারি তোমার অতলে;
কখনও কখনও তুমিও সাঁতার কাটো আমার সীমান্তে।
উফঃ আমাদের গুপ্ত খেলাঘর জুড়ে আজও সেই চিরন্তন কানামাছি খেলা !


আসলে ভোকাট্টা ঘুড়ির গল্প আকাশ বিমুখ
তাই আজও ফেরিঘাটে যতো ভিড় দেশি ও বিদেশী নৌকোর
তারা কখনও কি উন্মুক্ত তেপান্তরে এসে কান্না কান্না খেলে ?