অ ক্সি জে ন (30-07-2017)
রণজিৎ মাইতি
--------------------
চারপাশে ঘুরছে পঙ্গপাল।
সুবিধে নিচ্ছে রঙের--
আর কুরেকুরে খাচ্ছে ক্লোরোফিল ।
যদিও অধিকাংশ পাতা ক্লোরোসিসে আক্রান্ত !


সূর্যালোকে এফোঁড় ওফোঁড় হচ্ছে শীকর।
দেখছি সাদা কিভাবে জন্ম দিচ্ছে সাতটা রঙ ।
চোখের সামনে উড়ছে প্রজাপতি ।
আমার চোখ ওদের ডানায় ।
ওখানেই  রঙগুলো পেতেছে স্হায়ী আসন।


ক্লোরোসিস আক্রান্ত পাতায় বাষ্পমোচন হচ্ছে ।
এখনও যেটুকু জীবনীশক্তি আছে,সাতটা নয়--
কাঙ্খিত শুধু সাদা আলো আর একটু অক্সিজেন।