পশ্চিম দিগন্তে সূর্য(18-08-2018)
রণজিৎ মাইতি
--------------------
পশ্চিম দিগন্তে সূর্য
দ্বীপটুকু বিষণ্ণ মলিন  
চারপাশে থই থই জল
ঘিরে আছে দ্বীপরাষ্ট্র,শ্রীলঙ্কা যেমন


ছলাৎ ছলাৎ শব্দে---
আছড়ে আছড়ে পড়ে দ্বীপের শরীরে
বুকে ব্যথা আঘাতে আঘাতে,ভয় পাই
এই বুঝি ভেঙে যায় অস্থিপিঞ্জর উন্মত্ত তরঙ্গে


কোথাও কি মরু আছে ?
সাহারা সাহারা,সাহারার হাহাকার শুনি
যদিও এ শরীরে তিন ভাগ জল


বুক চিরে পাই লোনা জল,বিশুদ্ধ পারদ
হৃদমাটিতে রাশি রাশি শিকতার কণা
বেড়ে ওঠা ক্যাকটাস,তবু ভিড় করে----
নিঃসঙ্গ দ্বীপের চারপাশে আবেশী আধান
অপত্যস্নেহে বেশ কাটে গোধূলি সময়  


এখন রক্তচাপ নিয়ে যতো মাথাব্যথা
ই সি জি রিপোর্টে লেখা অশনিসংকেত
তারা খসা অনেক দেখেছি,আগামী সজাগ
দূরবীন চোখে দেখি ধুমকেতুর লেজ


ভূমিকার সময় এটা নয়,
বরং উপসংহারে লিখে যাই----
আসন্ন অন্ধকারে হোক জনুক্রম