পদাবলী (07-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
অনন্ত জিজ্ঞাসা বুকে--চিরুনি তল্লাশি করি আজ নিধুবন,কুঞ্জবনে কার কান্না শুনি ? ব্রজধামও কি নিষ্কলুষ ? লালসার নালে ভেজা মাটি অভিমান বুকে চেপে রাখে, প্রতিটি চরণ চিহ্নে --প্রেম ও অবজ্ঞার করুন আলেখ্য,কোন নায়ে পা রেখেছে প্রেম ? অন্তরালে গেছে প্রতারণা,সে ইতিহাস প্রকাশ্যে আসে না,দ্বারকার অন্ধকারে আজও একা একা নিঃশব্দে রোদন করে কেউ,রজঃস্বলা পৃথিবীরও দায় নেই হাত ধরে বুকে টেনে নেবে


তবুও ব্রজের মাহাত্ম্য গাই,পদাবলী রচি পদে পদে,প্রেমে বিহ্বল হই,অথচ অপমানিতের আজও বেদনা বুঝি না,নিঃসৃত ঝরনার জল মিশে আছে বিন্দু বিন্দু ব্রজধুলির সাথে,সে জলও স্বাদে নোনা,এটুকুই জানি।