পদধ্বনি (21-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
আজও শুনতে পাই সেই পদধ্বনি
গ্রীষ্মের তপ্ত দুপুরে সবাই ভাতঘুমে কাদা
মানুষটি চারণকবির মতো হেঁটে যায়,একা
মুখে মুখে গান রচে,স্বভাবকবি


কখনও কি ফিরেও দেখে না ?
চায়না কি দুদণ্ড বিশ্রাম ?
পায়ের তলায় সর্ষে গড়িয়ে গড়িয়ে যায়
লাগাম আগামীর হাতে


জানি,রাস্তায় ঝরে পড়ে আছে নিমফুল
তেতো,মাড়িয়ে মাড়িয়ে যায়,কদম কদম
সেই শব্দ রোজ শুনি,পটহে তরঙ্গ
মিশে গেছে রক্তকণায়,শিরায় শিরায়
ফিরে আসে স্মৃতি,মেদুরকুহকে ঢাকে মুখ


আহা ! বিকশিত স্মৃতিফুলে--
যেমন সুবাস তেমনই রঙের বাহার
ঘামে যেটুকু নুন আর জুড়ুল সম্পর্ক
আজও আচ্ছন্ন করে,আমিও আবেশি আধান