পদ্য ও গদ্য কথা(  05-02-2019)
রণজিৎ মাইতি
--------------------
রাত্রির পদ্য লিখি,নগ্নপদ,করোটি উদ্বৃত্ত !উন্মার্গগামিনী হাঁটে পাঁজরে উতরোল


গদ্যকথা সাবেক ঘরানা।সেই শাড়ি পাটভাঙা,আতরের গন্ধে মো মো;বড়ো মায়াবী ও মাদকতাময়।


জন্ম নেয় বৃহন্নলা,পদ্য নির্বিকার !গদ্য কি মহাসুখে বাজায় আনন্দ ভেরবী ? থুড়ি চাই না-চাই এই লয় বিলম্বিত;রক্ত পলাশের মতো বসন্ত প্রত্যাশী