পাখি ও দানা(28-03-21)
রণজিৎ মাইতি
-------------
একসময় নিয়ম করে রোজ দুবেলা উঠোনে দানা ছড়াতাম;
দানার লোভে দূর দূরান্ত থেকে ছুটে আসতো ক্ষুধাকাতর হরেক পাখি।
তখন মনে হতো-
দানা নয়,পাখিদের কাছে ভালোবাসার অর্থ উঠোন
আর বাড়ি শব্দের অর্থ আনন্দ।
তাই,তাদের দানা খাওয়ার ভঙ্গি ও সুমিষ্ট কলধ্বনি
তুলে রাখতাম আপন বুক পকেটে।


হঠাৎ একদিন দানা খরচের সাধ্য নাগালের বাইরে;
দান-খয়রাতির জন্যেও চাই গরম পকেট।
গিন্নি বললো-'গরিবের এত্তো আদিখ্যেতা ভালো নয়;
বাচ্চার দুধ নেই,
ঘরে দানা-পানি নেই।'


সুতরাং যা হওয়ার তাই হলো;
প্রথম প্রথম পাখিগুলো দু-একদিন এলেও তৃতীয় দিন থেকে চিরতরে বেপাত্তা


দুখের বিষয়-
হেঁসেল ঠেলেও আমার ছাপোষা গ্রাম্য বউটি যা বুঝতে পারে;
সেটাই বুঝতে পারে না নবান্ন!!