পাখিপড়া (10-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
মুখটি মাঝেমাঝেই চোখের সামনে ভেসে ওঠে
খলবলিয়ে হেসে ওঠে,কখনও স্মিতহাস্যে
হাস্যোজ্জ্বল মুখ মনে স্নিগ্ধতা ছড়ায়


আমি স্মৃতিচারণের চেষ্টা করি
কোথায় দেখেছি,কখন দেখেছি ?
শৈল্পিক দৃষ্টিতে খুঁজি কারু,চারুকলা
সে মুখে কতোটা আবেদন আছে?


যদিও,----
সে বয়সও নেই,তেমন পৌরুষ
তাই মুখটিও থাকে তফাতে তফাতে


টেনে আনি মিথলজি
মা কালীর দিকে তাকাতে ভয়
দূর্গা আজও রণরঙ্গিনী
চোখ আটকে যায় ধনদেবীর মুখে
সেই হাসি,সেই আবেদন


হে আমার জন্মদাত্রী
আশৈশব তুমিও তো পাখিপড়া পড়িয়েছো মা