পালিয়ে বেড়াই (10-05-2019)
রণজিৎ মাইতি
--------------------
আসলে শহর থেকে পালিয়ে বেড়াই
বেড়ানো বাহানা মাত্র,কি আছে পাহাড়ে?
বুকে ও মগজে আছড়ে পড়া ঢেউয়ের অভিঘাত কি সাগরের চেয়ে কিছু কম ?


তবু যাই সমুদ্র সৈকতে,পাহাড়ে,মরুতে - - -
মরুময় জীবনের বীজ,কথাকলি পুঁতে দিয়ে আসি
আর সুখ-দুঃখ,মিথজীবী কীট

আমাদের মিথস্ক্রিয়া বড়োই করুন
ঘুমোতে যাওয়ার আগে কেউ এসে কানে কানে প্রাত্যহিক নির্ঘণ্ট শোনায়
কখন ছাড়তে হবে বড় সাধের বিছানা
কখন অফিস,ফিরে এসে দৈনন্দিন আরও কতো কিছু
নেই এর রাজ্যে সম্পর্কের উষ্ণতাও নেই
তাই শহর থেকে পালিয়ে বেড়ায় ভবঘুরে মন