পার হতে গিয়ে দেখি (16-06-2019)
রণজিৎ মাইতি
--------------------
পার হতে গিয়ে দেখি,---
নদী নয়,অতল বারিধি


ডুবে দেবো ? থই নেই !
সন্তরণে হবো পার ? সে আশাও ক্ষীণ
শুধু দিনলিপির পাতা জুড়ে যোগ ও অযোগ
ভাসমান খড়কুটো ও জীবন সমান


সম্মানের আশা বৃথা;
নদীজল খরস্রোতা;বহমান কাল
তবে অসম্মান কেউই চায় না
চাঁদনি রাতের থেকে খোঁজ করে জোনাকি মুক্তি
তখন তুঁত পোকার মতো রাক্ষুসে খিদে বেঁচে থাকে
দিনের আলোয় এসে গড়াগড়ি খায় এক চিলতে ছাদে
কখনও উঠোনে তুলসী তলায় পোহায় শীতের সোহাগী রোদ
খসখসে স্কিনে জেল্লা বাড়ে না,মননে স্কিল  
তবুও মোহনায় জল মুখে আচমন সারি
পান করি এক গণ্ডুষ


এবার অগস্ত যাত্রা,পথে শুনি কুসুমের বানী
আঁকাবাঁকা পথে চোরাবালি দেয় হাতছানি  
তখনও বয়ে যায় অনন্ত ফল্গু,যদিও পাইনে দর্শন  
বকমবকম শব্দে পাড়া মাথায় করে মনকবুতর
আহ্লাদে আটখানা হয়ে কখনও কি খুঁজে মরে নদীর অতল?