পরিক্রমণ (12-4-2017)
রণজিৎ মাইতি


যখন সাগরের নীল ঢেউ
গায়ে মাখি নির্জন সন্ধ্যায়,
আকাশের তারারাও চোখে চোখে রাখে!
গান গায়, বিশুদ্ধ প্রেমের কথা বলে।
আমিও বারবার উপগত হই,  


জানি প্রাণ-নিষ্প্রাণের মাঝে,যে সময়।
যতই শুদ্ধতা মাপি বারবার,তবু--
ফিরে ফিরে আসি আবারও জীবনে।


এই ভাবে কত গাথা লেখা হয়!
শেষলগ্নে কপাট খুলে দেখি,
নানা বর্ণ গন্ধ নিয়ে--
সংগ্রহশালা হয়েছে ভরাট।
তাই লেখচিত্র ধাপায় ফেলতে গিয়েও
ফিরে আসি ক্রমাগত জীবনের কাছে।


দেখে অবাক অবাক হই,
মৌনতা- মুখরতা আছে
প্রেম-অপ্রেম,হিংসা-অহিংসা
আরও যত মহৎ-অমহৎ
গুণাবলী সব সবই।
এত দেখে আমি আর আমি নেই,
কেন যেন মনে হলো,--
একা একা বসে আছি কৃষ্ণ গহ্বরে।