পরিসর (26-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
ঘুরে ফিরে আসি সেই একই জায়গায়
তুমি যাকে সম্পর্ক বলো,আমি বলি সবুজ পৃথিবী


অম্লমধুর দিন যাপনে---
কখনও চড়াইয়ে দু-পা,কখনও উতরাইয়ে
এটুকুই আমাদের পরিসর
গোল দিঘির গল্প মজ্জায় মজ্জায়


বৃষ্টির গন্ধ পাই মেঘের গর্জনে
বৃষ্টি তুমি সুন্দর,ভেজাও ভেজাও
পাতা নড়লেই মনে পড়ে যায় কথকতা
হে বাতাস,অঞ্জনাবল্লভ,তুমিও সুন্দর
একটু বসন্ত দাও,দু-মুঠো শিউলি
ভরে যাক সুধাপাত্র জীবন প্রবাহে