পে ণ্ডু লা ম (04-07-2017)
রণজিৎ মাইতি
-------------


দেখি চারপাশ,দেখে--
আমার সবুজ মন এখন উতলা।
অনেক স্বপ্ন আঁকা,ঘুরি বাজারে বাজারে।
দিনান্তে মেলে ধরি হিসেবের খাতা।
কখনও কখনও মেলে,কখনও মেলেনা।
তবু পেণ্ডুলাম দোলে,দুলতেই থাকে।


এগোয় ঘড়ির কাটা টিক্ টিক্ টিক্।
ব্যাঙ্ক ব্যালেন্স,সুগার,প্রেসার,কোলেস্টেরল বাড়ে।
কেউবা খোয়ায় ব্যালেন্স হসপিটালের বেডে।
পেণ্ডুলাম দুলতে থাকে,দুলতেই থাকে।


এগোয় ঘড়ির কাঁটা,একটু এগোয়।
কলরবে মুখরিত কোথায় কি আছে।
বুঝে নেয় লকারের চাবি,দলিল,সেবধি।
মুখে একটু গঙ্গোদক ও চরণামৃত।
হাতে গোমাতার লেজ এবং শাস্ত্র পাঠ।
পেণ্ডুলাম থেমে যায়,সুতো কেটে যায়।