ফাগুন তরী(17-02-2017)
রণজিৎ মাইতি
- ------------------
নেই কুয়াশার ঘন আস্তরণ,উঠোনে ফাগুন করে আনগোনা ;
যে সুর ভেসে আসে কানে,আহা!সে সুমধুর সুর জানি আজন্ম চেনা।


সুর শুধু সুর নয়,মিশে গেছে নানাবিধ উজ্জ্বল রঙ।
তারই প্রভাবে আজ উথাল পাথাল হলো হৃদয় আঙিনা।
জানা নেই,জানা নেই,তরী যে কোথায় যাবে তা আজও অজানা।


অনেক বাধা আছে,সামাজিক দায়
তবু,প্রথা ভেঙ্গে এ তরণী ছুঁয়ে যায় বসন্তের উদাসী  হাত ।