ফেরাটা সহজ নয় (13-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
ফেরাটা সহজ নয়,জানি---
সামনে সূর্যমুখী,খোঁপায় বেলি
এ জীবন শাঁখের করাত

তবুও পা ফাঁদের দিকেই,বাড়িয়ে রেখেছে অগণিত পরমা লক্ষ্মী,
ভালোবাসে বিতংস,মনে করে আসলে তা আলো
তাই ডানা মেলে মায়াবী আলোর দিকে উড়ে যায়,পিঁপড়ের মতন
চিনি ও গুড়ের প্রতি তার আজও যত মোহ,রোমে রোমে পরম আসক্তি


এসব শিখেছে তারা মায়ের কাছে,দিনে দিনে
মা তার মায়ের কাছে,এভাবেই
ক্রমান্বয়ে বয়ে নিয়ে যাওয়া,অভ্যাসেও দাঁড়িয়ে গিয়েছে
যেন তিল তিল করে সঞ্চিত সম্পদ
যুক্তি থাক,বুদ্ধিহীন,কশেরুকা লতানে উদ্ভিদ!

আচার সর্বস্ব জীব,জানে
ফেরাটা সহজ নয়,সামনে পেছনে