প্লিজ ঝেড়ে কাশুন (11-02-2019)
রণজিৎ মাইতি
--------------------
মনে হয় এবার বলতেই পারি
প্লিজ,একটু ঝেড়ে কাশুন !
'ভাইটাল' শব্দটি কি সময় নিরপেক্ষ ?


প্রশ্ন ওঠে আগুন ও ইন্ধনের রসায়ন নিয়ে
অবশ্য মাছি তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে দিতে পারেন ওসব  


আমরাও বলিহারি
মুখে শাবশ শাবাশ  ও হাততালি দিতে দিতে এগিয়ে যাই
নীতি না রঙ,মূখ্য কোনটি ?


রক্তস্নাত রাজপথ বড়ো অসহায়
কে কবে ছড়িয়েছে ফুল গ্রামের পথে !
মেঠো পথে মরা ইঁদুরের মতো লাশও বেওয়ারিশ  


ম্যাজিক দেখতে যতোই ভিড় হোক্
রুমাল কি কখনও হয় বেড়াল ?


প্লিজ একটু ঝেড়ে কাশুন
স্বর্গের কথা পরে হবে ক্ষণ
এই আগুনঢেঁকি আপনার ডেরায় ধান কি ভাঙেনি?