প্লিজ,মেনে নিতে বলো না আমায়(16-05-2020)
রণজিৎ মাইতি
-------------
প্লিজ,মেনে নিতে বলো না আমায়;বলো না--
যা যাওয়ার হয়ে গেছে,কতো কিছু এভাবেই হয়।


আমি অবাক হওয়ার আগে স্থবির বৃক্ষের পায়ে,পাদদেশ হতে---
বাসি-পচা ফুল দুহাতে সরাই।
বরং সেখানেই রোপন করি---
কচি দূর্বার মূল,শতমূলী ও সত্য সত্যই শতভীষক আর পুলস্ত-লুব্ধক


আসলে আমার অভিধানে মেনে নেওয়ার অর্থই অনর্থ,পাদটীকায় ঘোর অন্ধত্ব


যে ছেলেটা দুর্ভোগ মেনে নিতে পারে;যেকোনো দুর্যোগ
তার কাছে অন্ধত্ব,অন্ধকার আসলে শ্বাপদ গোকুল,বৃন্দাবন দুর্বোধ্য দুর্ভোগ।