পরিযায়ী মন (10-02-2018)
রণজিৎ মাইতি
--------------------
দিবাস্বপ্ন নয়,রোজ রাতে দেখি
আকাশে উড়ছে ঘুড়ি,পতপত
সুন্দরের দিকে তার চোখ,কান খোলা,নাকও
যদিও পারেনা ছুঁতে,লাটাইয়ের নিয়ন্ত্রণ অন্য কোনও হাতে


অনেক প্রত্যাশা তার,ছিঁড়ে যাক সুতো
নিশ্চয়তা নাই থাক,আপনজন নাই থাক কাছে
অসীম আকাশে কোথাও কি পাবেনা সে ঠাঁই ?
পরিযায়ী পাখিদের সাথে উড়ে উড়ে চলে যাবে দেশ হতে দেশে
বলো জীবনের কোন পর্বে নিশ্চয়তা আছে ?


তাই,--
যতদিন প্রাণ আছে দেহে
উড়ন্ত ঘুড়ির সাধ---
চোখ দিয়ে ছুঁয়ে যাবে সুন্দরের দেহ