পরিশোধন (27-03-2018)
রণজিৎ মাইতি
--------------------
হৃদয়ের কালো দাগ মুছি ইরেজারে
এখন বিপন্ন চাঁদ তাই রাতও বিষন্ন,মনমরা।
মন যেদিকে চায় উড়ে যাবে খইয়ের মতো,উড়ে উড়ে যাবে
কখন কোথায় যাবে কেউ কি তা জানে ?
একমাত্র ধ্রুবতারা স্থির নিশ্চিত

কাস্তের প্রয়োজন আছে এমন সময়
কৃষি খামারে যাই,সবুজ সৃষ্টির কথা বলে
তাই বাড়িতে কোদালও রাখি,রামদা,হাঁসুয়া
একটা গজাল হলে বেশ ভালো হতো
সূর্য অস্তগামী,এবার শুভ সন্ধ্যা বলতেই পারি
মেঘে ঢাকা আকাশকে টা টা,বাই বাই,গুড বাই জানাই


যদিও আকাশের দেহের ভিতর বাস করে ফাজভাইরাস
ঘরে ঘরে ইস্টও সক্রিয়
চাতুরি করো না এখন,দধিকর্ম হবে
ঘরে সার সার দইয়ের হাঁড়ি পাতা আছে


এভাবেই পরিশোধন প্রক্রিয়া চলতেই থাকে
কলম চলুক,হৃদয়ের কালি মুছে দিতে।
গনগনে আঁচে পোড়া তপ্ত কাঞ্চন,শুদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠেনা,
চলুক আবৃত্তি পাঠ,কলমও চলুক কবি চাবুকের মতো।