প্রবল ঝড়ের পর (01-07-2019)
রণজিৎ মাইতি
--------------------
প্রবল ঝড়ের পরও বন্ধ হয়না আমাদের হাঁটা
হোঁচট খেতে খেতে পুনরায় তাকাই পথের দিকে
এমনকি টাইফুন সাইক্লোন টর্পেডো টর্নেডো হলেও


আসলে পথের আহ্বান মানুষের মনে
সেখানে কি লুকিয়ে আছে আলোর উৎস?
আহা!উৎস সন্ধানে অনাদি অনন্ত কাল বোধিমূলে দেয় জল সার


তাই ভূমিকম্পের পর আবারও উঠে দাঁড়াই
খরা বন্যা মহামারি যেকোনো বিপর্যয়ের পরও
যেমন গভীর নিম্নচাপ কেটে গেলে উঁকি দেয় রবি
তেমনই অবোধ শিশুও টলতে টলতে উঠতে পড়তে শিখে নেয় হাঁটার মন্ত্র


সে কাঁদে,আপন মনে করে দেয়ালা
ভালোবাসার আকাশে আঁকে পথের মহিমা
মনে হয় মানুষ পথ ছাড়া কিছুই চেনে না