প্রকৃত বন্ধু  (26-7-18)
রণজিৎ মাইতি
---------------------
রোজ রোজ চারপাশে কতো কিছু ঘটে যায়
থাকতে কি পারি চুপ দেখলে অন্যায় ?
এমনও মানুষ দেখি ধান্দায় নিশ্চুপ
মুখে কুলুপ এঁটে সুখটানে নেয় সুখ


ভাবখানা এমন যেন তারাই ভদ্র ও সভ্য
প্রতিবাদ করে যারা তারা এঁড়ে তার্কিক
শাক দিয়ে মাছ ঢাকা যায় কি কখনও
জনগণ বুঝে যান  কে প্রকৃত বন্ধু