প্রকৃতির কাছে গেলে (20-07-2017)
রণজিৎ মাইতি


সাগরের কাছে গেলে,--
চাওয়া পাওয়া তুচ্ছ মনে হয় ।
মনে হয় উদাসী পাখির মতো মেলে দিই ডানা।
ক্ষুধা পেলে ছোঁ মেরে তুলে নিই ভাসমান মাছে।
ঢেউয়ের তালে তালে নেচে ওঠে মন।


নির্ঝরের কাছে গেলে,--
ঝরো ঝরো ঝরে জল হৃদয় ঝোরাতে।
অলখঝোরা সে,যায় চলে নদী সাগরে।
তখন চাওয়া পাওয়া তুচ্ছ মনে হয়।


পাহাড়ের অনুসঙ্গে মনে আসে শিবের ঔদার্য।
দেখি ধ্যানগম্ভীর অটল চুড়াচুড়ে ধ্যনমগ্ন যোগীন্দ্র শবাসনে।
নতজানু হই বিশাল ব্যপ্তিতে,ভুলি ভব অনুসঙ্গ ।
সবকিছুই তুচ্ছ মনে হয় ।


জঙ্গলের কাছে গেলে
শুনি পাখির কুজন, শ্বাস নেই প্রাণ ভরে ।
নিবিড় বনানী মাঝে তরতাজা জীবনের হাতছানি দেখি।
আমি গানওয়ালা,গেয়ে উঠি জীবনের গান।