প্রমাণ কিছুই নেই (14-02-201
রণজিৎ মাইতি
- ------------------
প্রমাণ কিছুই নেই
অতীত গাথা আর বাকিটা হুজুগ
জোগাড় হয়েছে ডাব,দুধ,আকন্দের মালা
এই বেশ ভালো আছি আটপৌরে জীবনে
এই বোধ বোধের অতীত
এভাবেই যেটুকু বসন্ত ছুঁয়ে যায় সেটুকুই সম্বল
লোটাকম্বল গুছিয়ে রেখেছি
আজ আর প্রমাণের দরকারও নেই
পলাশ,কৃষ্ণচূড়ার বুকে আগুনে রঙ
সকালেই গেয়ে গেলো সুকন্ঠী কোকিল


না,প্রমাণ কিছুই নেই,দরকারও নেই
দীর্ঘ লাইন এটাই প্রমাণ,
পাহাড়প্রমাণ আশা বা হতাশা বুকে চেপে
নিরুচ্চারে ঢেলে যায় শিবের মাথায় দুধ,ডাব
হয়তো চেখেও দেখেনি আজও বাড়ির শিশুটি
ওহে,শিব জ্ঞানে জীব সেবা কখনও করেছো ?