প্রান্তিক ঢেউ (21-03-2018)
রণজিৎ মাইতি
--------------------
যতোটা অন্ধকার ভাবি তার চেয়ে প্রগাঢ়
নির্জন খনির গর্ভ,মাঝরাত কতোটা নিকষ ?
জরায়ুর ঘন অন্ধকারে জন্ম নেয় আগামীর ভোর

কেনো কুচকুচে কালো থেকে সরে যাবো দূরে ! উনুনের আঁচে পোড়া তিজেলের কালি,ভেতরে গরম গরম ধোঁয়া ওড়া ভাত,জঠরের আগুন নেভায়


আসলে উৎসারিত আলোর উৎস সন্ধানে কালোর হৃদয়ে ঢুকে যাই,বিচ্ছুরিত হয় কতো আশাবাদ এই ছোট্ট টুনটুনির বুকে,বিকশিত ফুলদল সুবাস ছড়ায় আর অভাবিত তরঙ্গ লহরী অনুরণন তোলে


আনন্দ উচ্ছাসে ভাসে মেঘ,ভেসে যায় নবজলধর,আকাশের নীলাভ বুকে একটু ধূমেল পরত,তারপর ধীরে ধীরে ঘন ঘনঘোর,কৃষ্ণ যেমন হাতে বাঁশি,সে সুরে কি ভেসে আসে মল্লার রাগ ?


তাই,কোথাও যাই না
অন্ধকার ভালোবেসে ফিরি মাতৃ জঠরে
আজও প্রান্তিক ঢেউ খেলে জরায়ুর জলে