প্রতীক্ষা  (11-04-2018)
রণজিৎ মাইতি
- ------------------
প্রবেশ পথে দাঁড়িয়ে রয়েছে অদৃশ্য দ্বাররক্ষী
বাধা পেয়ে উচ্চারণ করলাম তৃষ্ণা,তৃষ্ণা


দীর্ঘ নিরবতার পর
ঘরের ভেতর থেকে ভেসে এলো আলো, আলো  
ভাবতে বসলাম তৃষ্ণা ও আলোর সম্পর্ক


পূব আকাশে ঝলমলে রামধনু
এবার সাতকাহন শুরুর শুরু
তাই,----
চৈতন্যের জায়গায় লিখলাম চমত্কার
যদিও এই ভূখণ্ডের কোথাও আমার জায়গির নেই
না রঙে,না রঞ্জনে


তবুও আকাশের মুখ গোমড়া
যদিও এই নিয়ে এখন ভাবছি না
অস্তগামী সূর্যের আলোয় রক্ষীর হাতে শুধু একটি গোলাপ তুলে দিলাম,রক্তজবার মতো ডগডগে লাল


এখন প্রতীক্ষা আগামী ভোরের