প্র   তী   ক্ষা (24-11-2017)
র ণ জি ৎ   মা ই তি
--------------------------
ক্রমশ দূরে সরে যাচ্ছে নিগূঢ় অপেক্ষা
তবু আজও প্রতীক্ষায় প্রতীক্ষায় থাকি


যতোটা ধৈর্য দরকার বা মনের জোর
সব এক জায়গায় জড়ো করি


বলো প্রতিপদের চাঁদ কতোটা সময় আকাশেতে থাকে !
ডুবে যায়,চলে যায় অন্য জগতে
তারপরও অপেক্ষা থাকে আগামী রাতের


শুধু স্নিগ্ধতার লোভে
আমরণ দাঁড়িয়ে থাকি উদাসী প্রান্তরে
প্রান্তিক মানুষ আমি,একা
একাএকা


মাঝে যেটুকু সময়
কলার হ্রাস বৃদ্ধি দেখি ।