প্রাত্যহিকী (25-09-2019)
রণজিৎ মাইতি
-------------
যদিও প্রত্যেকের ভাবনাই স্বতন্ত্র
তবু বহিরঙ্গে আমরা চরম অদ্বৈতবাদী
কি নিপুণ ও নিখুঁতভাবে রচনা করে যাই আমাদের প্রাত্যহিকী!


সে গাছ বলো
কিংবা জল,হাওয়া,আকাশ ও আগুন।


অথচ উঠোনে বেড়ে ওঠা বেগুন গাছটিও যতো যুবতী হয়
ততোই বেড়ে যায় ভাবনার ফারাক


তোমার বাসনা পল্লবিত হয়
ভর্তা,ফোলা ফোলা গরম বেগুনভাজা পর্যন্ত  
যদিও গাছটির স্বপ্নালু চোখে আঁকা হয় ভিন্ন এক আগমনী গান
যে সুর শরতের আকাশ থেকে বসন্ত বাতাসে  সুরভি ছড়ায়