পুড়তে পুড়তে  (01-02-2018)
রণজিৎ মাইতি
--------------------
পুড়তে পুড়তে একসময় নিভে যায়
পড়ে থাকে ছাই ছড়িয়ে ছিটিয়ে
রূপমুগ্ধ নই,জেল্লা কি ফিরবে কখনও?
চারপাশ ঘিরে আছে গুণমগ্ধ শ্রোতা
  
মোমের বাতি হলে অবশিষ্ট মোম
খুঁচিয়ে খুঁচিয়ে তুলি,জমে গেছে
ভয় নেই ফোস্কা পড়ার,ভয় নেই
যেটুকু পোড়ার আগে পুড়ে খাক
বাদবাকি খাঁটি সোনা,তপ্তকাঞ্চন


যদিও আগুন আগুন খেলা খেলা হয়ে গেছে
অতীতচারণ শুধু,তখন তো ভরা যৌবন
কাম,ক্রোধ,লোভ--ষড়রিপু
রিপুতাপে গলনাঙ্কে মোম,আর স্ফুটনাঙ্কে
বাষ্পায়ণে বিলিন হয়েছে সব যৌগিককণা
চেয়ে দেখি আকাশে জমেছে ঘনমেঘ
কোনদিন ঝরে যাবে মেঘজাত শিলা নমুনা স্বরূপ


জানি নাড়াপোড়ার অভিজ্ঞতা আছে সব বয়সীর
দোলে রঙে এই তো বসন্তোৎসব
অনেক মধুমাস দেখা হয়ে গেছে
কৃষ্ণচূড়া,রাধাচূড়ার ডালে আর পলাশের বনে
তারপর পুড়ে গেছে বসন্ত যামিনী
তবু ছড়িয়ে পড়েছে সুর বসন্তবাহার
যেভাবে ধুনুচির ইন্ধন,ধুপ পুড়ে যায়
রেখে যায় ছাইয়ের সাথে কিছুটা সুরভি
ছড়িয়ে ছড়িয়ে পড়ে গ্যাসীয় ব্যাপনে
নাকে আসে,নাক থেকে নাকে,মনে ও মননে
ঝরে পড়ে বৃষ্টি অঝোর ধারায়
ভিজে যায়,ভেসে যায় মাঠ ঘাট নদী
তরী কোথা পাই বলো,ডিঙি
আগুন নেভার আগে আমি ভেসে যাই