পুরুষ তোমায় আমি(09-03-2019)
রণজিৎ মাইতি
---------------------
পুরুষ তোমায় আমি চূড়ান্ত রমণ শেখাবো
নেশাতুর রাত্রি থেকে ভোরের আলোয় প্রস্ফুটিত গোলাপ বাগানে
সেখানে ভ্রমর আসে,প্রজাপতি মেলে বাহারি পেখম
মক্ষিকা মধু খায়,ক্ষুন্নিবৃত্তি সেখানে প্রকট
রতিমায়া কখনও তাকে করেনা কাঙাল
সুন্দরের অমোঘ টানে মহানন্দে গুনগুন সুরে গান গায়


তোমায় রমণ শেখাবো বলে এসেছি পুরুষ
রতি সুন্দর হলে রমণ অমল
ত্রিভঙ্গ মুরারি,মধু হন্তারক।রমণীরমণ নামে খ্যাত
সখী রাইকিশোরীকে নিয়ে অকাতরে গেয়ে গেছে প্রেম গুণগান
যেভাবে বিকশিত পদ্ম উপবন হতে সুবাস ছড়ায় চারপাশে
সেভাবেই বিমল প্রেমও
দেহ নয়;দেহাতীত ভিন্ন এক আনন্দলোকে বিচরণ করে  
তখন মেঘমুক্ত আকাশের বুকে দেখি আলোর রোশনাই
এখানে নারী-পুরুষের কোনও ভেদ জ্ঞান নেই
অর্ধনারীশ্বর রূপে;হর-গৌরীর মতো বিরাজে সম্মুখে


যারা বলে থাক বন্ধু;এসব আসলে মিথকথা
প্রেম ও শরীর কি নয় এক সূত্রে গাঁথা ?
আমার দক্ষিণ দ্বারে বসন্ত জাগ্রত
বসন্ত প্রেম হলে,ফুটে আছে পলাশশরীরে লাল কৃষ্ণচূড়া
আয়ত নয়নে দেখো রাজহংসী সাঁতরায় হৃদয় সলিলে
এতো কাছে পিনস্তনী;সুরম্য নিতম্বী
সুবচনে স্মিতহাস্যে;কখনওবা ইশারায় বারবার ডাকে লাস্যময়ী
আধুনিকা জিন্স টপে মেট্রো সেক্সুয়াল
এড়িয়ে কি যেতে পারি লাবণ্য এমন ?


পুরুষ তোমায় তবে চূড়ান্ত রমণের বলি আদিকথা  
হয়তো আংশিক সত্য;অথবা সম্পূর্ণ
সবার উপরে সত্য সুন্দরের স্থান
তুমি কি পতঙ্গ নাকি ? আগুন দেখলেই দেবে ঝাঁপ !!
হায় পিপীলিকা,মরণডানা কি নয় মৃত্যুর বাহক ?


আসলে মনন ও শরীর যেখানে একাকার
সেখানেই তুমি পাবে রমণের চুড়ান্ত আস্বাদ