পুরুষ
রণজিৎ মাইতি
---------------------
দশাশ্বমেধ ঘাটে দাঁড়িয়ে রয়েছি,
কেঁওড়াতলা আমার প্রিয় স্থান !
এমনই মাথায় ভিড় করে আরও কতো কতো নাম।
মণিকর্ণিকার ঘাটে তবু চক্ষুদান সম্পন্ন হলো না
গয়া,কাশী,বৃন্দাবন কি স্বনামে উজ্জ্বল ?


আকাশে নির্লিপ্তি আছে আর মদ ও মাৎসর্যের কালো ছায়া
বড়ো মায়াময় আলো,টানে,টানে মানুষে
ঠিক ফল্গু নয়,তবে চোরাস্রোত
নিম্নে শিশ্ন আছে,দু-দুটি অন্ড
সক্রিয় তেজি ঘোড়া টগবগিয়ে ছোটে
এটাই কালের চাকা বাস্তব ব্রহ্ম  
ফুলশয্যার রাতটুকু অমল ধবল !


শুরু হয় পুরুষ পুরুষ চিৎকার,যদিও---
বিদ্যা অবিদ্যার লড়াইয়ে পৌরুষ উধাও
ফারাক কি করা যায় কীট ও মানুষে !
উত্তোরণ বাইরের আবরণ,ভেতরে ক্ষয়িষ্ণু
কঠোর সাধনা ছাড়া এই পৃথিবীতে কখনও কেউ কি হয়েছে সিদ্ধপুরুষ ?
তবে কেন কাপুরুষের মতো দশাশ্বমেধ ঘাটে দাঁড়িয়ে রয়েছি !