রক্তাক্ত কলম  (12-01-2019)
রণজিৎ মাইতি
--------------------
ধূর ধূর ! কতো জনকেই বললাম,---
নে না ভাই প্রিয় কলমটা,বকলম তোকেই দিলাম।
দেখিস,কিছু না পেলেও মনে ভীষণ শান্তি পাবি;
স্বস্তিতে ভরে উঠবে বিক্ষিপ্ত অন্তকরণ।
সবাই ঠোঁটের নিচে সস্তার মুক্তো ঝরিয়ে কেটে পড়ে।


অথচ দেখুন,সেই ছেলেই কুকুর ছানার মতো ঘুরঘুর করে নেতা-নেত্রীর পেছনে;
ছোট মেজোর পেছনে,মেজো তারচে আর একটু !
ভিড়ে যায় জমি জায়গায় কারবারে;
স্টেটাস বাড়াতে নাম লেখায় সিন্ডিকেটে
বুঝতেই পারে না মাটি বিক্রি করতে করতে সরে যাচ্ছে পায়ের তলার মাটি।
দুদিনেই একটা বাইক জুটিয়ে----
চোখে গগলস্ , ব্যাকব্রাশ চুলে ঘুরে বেড়ালেই কি শাহরুখ খান হওয়া যায় ?
কতো পরিশ্রমের ফসল এই স্টারডম  


আমি কি এখন হতাশ হবো ?
ফুটপাতে হাঁটতে হাঁটতে ভাবি---
কেন এরা ভিড়ে যায় অলীক উন্মাদনায় ?
ময়দানের কোলাহলে মিশে হাততালি দেয় মিথ্যা আশ্বাসে !


আসলে সত্যের পথ বড়ই কঠিন
কে-ই বা হতে চায় 'কাবাব মে হাড্ডি' !
তাই কেউই নেয় না কবির এই রক্তাক্ত কলম